এই মুহূর্তে আরো বিধিনিষেধ আরোপ করা না হলে আগামী জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক সংক্রমণ ঘটতে পারে। এপ্রিলের শেষ নাগাদ ওমিক্রনে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার থেকে ৭৫ হাজার পর্যন্ত হতে পারে। তবে এর পুরোটাই নির্ভর করবে টিকার কার্যকারিতার ওপর।
শুক্রবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এই সতর্কবার্তা দিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনে সম্ভাব্য সংক্রমণের এই সম্ভাব্য মডেল নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এড়াতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক দলের সদস্য ড. নিক ডেভিস জানিয়েছেন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, এটি বেশ উদ্বেগের। চলতি বছরের শেষ নাগাদ এটি ইংল্যান্ডে আধিপত্য বিস্তারকারী ভ্যারিয়েন্ট হতে পারে।
গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ইংল্যান্ডে প্রতি ২ দশমিক ৪ দিনে সংক্রমণ দ্বিগুণ বাড়ছে।
ড. নিক বলেন, ‘আমরা যা দেখছি তার ওপর ভিত্তি করে প্রত্যাশা করা হচ্ছে, যুক্তরাজ্যে ওমিক্রনের বিশাল ঢেউ হতে পারে।’