জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এমন খবর জানায়।
প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগার সরে দাঁড়ানোর পর আগামী কয়েক দিনের মধ্যে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। তার আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) নতুন নেতা নির্বাচিত করে এলডিপি।
ভোটাভুটিতে জয় লাভের পর কিশিদা সাধারণ নির্বাচনে পরিবর্তিত দল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি এবং করোনা মহামারি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।
ফুমিও কিশিদা বলেন, এলডিপির নেতা নির্বাচন শেষ। আমাদের জাতীয় সংকট চলছে। করোনাভাইরাস মোকাবিলায় জোরালো প্রতিশ্রুতি নিয়ে আমাদের কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। আর এই বছরের শেষ নাগাদ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন দরকার।
এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পথে ৫৮ বছরের তারো কানোকে হারিয়েছেন ফুমিও কিশিদা। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় এলডিপির নতুন নেতার প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত।
সুগা মহামারি মোকাবিলায় সৃষ্ট পোল রেটিং হ্রাসের কারণে এক বছর দ্বায়িত্বে থাকার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।