দেড়শ বছরের মধ্যে সবচেয়ে তীব্র গরম অনুভূত হচ্ছে জাপানে। বুধবার বিবিসি অনলাইন এমন তথ্য জানিয়েছে।
তীব্র গরমের কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে বলে সরকারি কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন। তাই নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সরকার এখনও মানুষকে হিটস্ট্রোক এড়াতে এয়ার কন্ডিশন ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। কারণ গরমের সাথে হাসপাতালে ভর্তির ঘটনা বাড়ছে।
আগামী দিনেও তাপ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া কর্মকর্তারা।
জুন মাসকে সাধারণত জাপানের জন্য বর্ষাকাল হিসাবে বিবেচনা করা হয়। তবে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার টোকিও এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘোষণা করেছে। এই ঘোষণা স্বাভাবিকের চেয়ে ২২ দিন আগে এসেছিল। ১৯৫১ সালের পর দেশটিতে এবারই প্রথশ বর্ষাকাল আগেভাগে শেষ হলো।
প্রচণ্ড গরমের মধ্যে হিটস্ট্রোকের ঘটনা বেড়েছে। বুধবার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, অন্তত ৭৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।