জাপানের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
রোববার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী টোকিওর পূর্ব দিকে অবস্থিত ইবারাকি প্রিফেকচারের দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পে টোকিওয়ার ভবনগুলো কেঁপে উঠতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।