জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ছিলো কম্পনটি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূকম্পনের মাত্রা অনেক বেশি ছিল। রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হলেও কোনো সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে ফুকুশিমার কাছে ভূকম্পন হয়। প্রশান্ত মহাসাগরে ভূকম্পনের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। এই ফুকুশিমাতেই ২০১১ সালে সুনামি আঘাত হেনেছিল। ওই ঘটনায় ১৮ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।
আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শক অনুভূত হয়েছিল। এগুলোর একটির মাত্রা ছিল ৪ দশমিক ৭।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর পূর্বাঞ্চলীয় তোহকু এলাকার হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।