চীনের ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো বলে বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন।
নোবোউ কিশি সাংবাদিকদের বলেন, ‘চীনের ছোড়া ৯টির মধ্যে পাঁচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’
‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা ‘আমাদের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।’
তাইওয়ানের আশেপাশের এলাকায় চীন এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বেইজিং নিজেদের সামরিক শক্তি দেখাতে এই মহড়া চালাচ্ছে।
তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র নয়, বরং নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ান চীনের এ দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।