ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) জার্মানির ক্ষমতাশীল একটি দল। তাদের দলের নতুন চেয়ারস্যান নির্বাচিত হতে যাচ্ছে। শনিবার দলটির কংগ্রেসে এই নির্বাচন হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সেপ্টেম্বরে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল পদত্যাগ করলে। এর ফলে অ্যাঙ্গেলা মেরকেল যুগের অবসান হতে যাচ্ছে জার্মানিতে।
২০০৫ সালে সিডিইউর চেয়ারম্যান নির্বাচিত হন মেরকেল। ২০১০ সালের ১০ এপ্রিল তিনি জার্মানির চ্যন্সেলর নির্বাচিত হন। ইউরোপের ব্যাপক জনপ্রিয় এই নেতা আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
দলের ডিজিটাল কংগ্রেসে এক হাজার এক জন প্রতিনিধি নতুন সিডিইউ নেতা নির্বাচন করবেন। দলের মধ্যপন্থী হিসেবে পরিচিত আরমিন লাসচেট, রক্ষণশীল ফ্রেদারিখ মার্জ এবং পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ নরবার্ট রোয়েটজেন নেতৃত্বের জন্য প্রার্থীতা করছেন। তবে দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ক্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়নের (সিএসইউ) নেতা মার্কাস সোয়েডার জরিপে এগিয়ে আছেন। আবার বেশ কয়েক জন সিডিইউ নেতা চ্যান্সেলর পদে নির্বাচনের জন্য ডায়নামিক স্বাস্থ্যমন্ত্রী জিনস স্পাহনকে চাচ্ছেন।