রোববার জার্মান সময় বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকার সিধান্ত নেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ব্যক্তিগত ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকতে হবে ম্যার্কেলকে।
এর আগে সোমবার (২৩ মার্চ) থেকে দুই জনের বেশি একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ফেডারেল সরকার। করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য সোমবার থেকে এই নিয়ম কার্যকর করবে সরকার।
করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩,৯৭৪ জন এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৩ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে চীন, ইতালি, স্পেন এবং আমেরিকার পরেই জার্মানির অবস্থান।