জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন মধ্যডানপন্থি স্যোশাল ডেমোক্রেট দলের নেতা ওলফ স্কলজ।
বুধবার এর মধ্য দিয়ে ১৬ বছর পর চ্যান্সেলরের দপ্তর থেকে বিদায় নিলেন অ্যাঙ্গেলা মের্কেল।
সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অবশ্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্কলজের দল। সরকার গঠন করতে পরিবেশবান্ধব দল গ্রিনস এবং ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্রেটসদের নিয়ে তিন দলীয় জোট করতে হয়েছে তাকে। মঙ্গলবার জোটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার জার্মান পার্লামেন্ট বান্দেস্টাগে চ্যান্সেলর হিসেবে স্কলজকে অনুমোদন দেওয়া হয়। তার পক্ষে ভোট পড়েছিল ৩০৩টি। ভোটে জয়ের পর পার্লামেন্টে তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানান আইনপ্রণেতারা। স্থানীয় সময় দুপুরেই তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে মের্কেলের হাত থেকে দায়িত্ব বুঝে নেবেন।