সিরাজ ইকবাল
জীবনের ডাকে … ভোরের আলোয় , সূর্য আকাশে…!
নির্মল, স্নিগ্ধ বাতাসে …মনের উত্তরন, …ফুলের বাসে …!!
সংসারের সেবায় …প্রানের খেয়ায়… নৌকার পালে …!
নদীর তীরে …বট বৃক্ষের পরে …কোকিলার কুহু কুহু ডাকে …!!
জীবনের দাকে …মনের মন্দিরে …সহসা স্রস্টার সৃষ্টি …!
কী যে এক শিহরন …প্রান ও মনের আন্দলনঃ সহসা বৃষ্টি …!!
নৃত্তের তালে তালে ময়ুর পেখম তুলিয়া বলেঃ
“আজি বর্ষা রাতে তোমার আমার মিলন হবে”…!!
সৃষ্টি সুখের উল্লাসে …পরম যতনে বিলাসে …!
সহসা মনে পড়েঃ আজি মোর বিসৃত শৈশব -সকাশে …!!
পুকুর ধারের সেই ধানসিঁড়িটির …আজো মনে পড়ে …!
পাখীরা সৈকতে স্নানে …উল্লাসে মেতে যায় ওই পাড়ে …!!
জেলে আজ দুপুরে এসে …জাল ফেলে ধরলো ছোট বড় মাছ …!
পুকুরের ওই ধারে আম্রপালে কচি আমের সুগন্ধ ভরা গাছ …!!
মনের অজান্তে এই দিন সেদিন ফুরিয়ে এক পলকে …!
জীবন সৈকতে প্রানের আকুলতায়, স্রষ্টার নিবেদনে এক ঝলকে…!!