মৃত্যুর গুজব ছড়ানোর কয়েক মাস পর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরিকে নতুন একটি ভিডিওতে দেখা গেছে। অনলাইনে সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে নজরদারি প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্স এমন তথ্য জানিয়েছেন।
শনিবার প্রকাশিত ভিডিওতে জাওয়াহিরিকে বলতে শোনা গেছে, ‘জেরুজালেম কখনোই ইহুদিদের হবে না।’ একইসঙ্গে তিনি গত জানুয়ারিতে সিরিয়ায় রুশ বাহিনীর ওপর আল-কায়েদার হামলার প্রশংসা করেছেন।
২০২০ সালের জানুয়ারিতে গুজব ছড়িয়ে পড়ে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন জাওয়াহিরি। এরপর থেকে তার আর কোনো ভিডিও প্রকাশ করেনি আল-কায়েদা।
নতুন ভিডিওতে গত মাসে তালেবানের কাবুল দখল নিয়ে কোনো মন্তব্য করেননি জাওয়াহিরি। তবে তিনি পহেলা জানুয়ারি সিরিয়ার রাকায় রুশ বাহিনীর ওপর হামলার কথা বলেছেন।
সাইট ইন্টিলিজেন্সের প্রধান রিতা কাৎজ বলেছেন, ‘তিনি হয়তো মৃত, যদি তা-ই হয় তাহলে ভিডিওটি গত জানুয়ারির মধ্যে কিংবা পরে তৈরি করা হয়েছে।’