মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী জুন মাসের শেষদিকে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য প্রস্তুত হবে।
বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘ব্রিজ কর্তৃপক্ষকে খরচের টাকা তুলতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। আজকে যেটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে, আগামী ৪/৫/৬ দিনের মধ্যে জিনিসটা প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটা তো উনি বলেই দিয়েছেন। আমরাও রেডি আছি। আশা করছি, লাস্ট উইকের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে।’