ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া পেনাল্টিতে আতালানতার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস।
জুভেন্টাসের মাঠে চোখ ধাঁধানো ফুটবল উপহার দিয়েও জয়বঞ্চিত হলো আতলানতা।
রোনালদো দুটি গোলই করেছেন পেনাল্টিতে। ডি বক্সের ভেতরে আতলানতার খেলোয়াড়দের হ্যান্ডবলের কারণে দুইবার পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে জুভন্টাসকে পয়েন্ট হারানো থেকে বাঁচান সিআর সেভেন।
প্রথমার্থের ১৬ মিনিটে এগিয়ে যায় আতালানতা। আর্জেন্টাইন আলেকজান্দ্রা দায়িরো ডি বক্সের বাইরে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল দেন দুভান জাপাতাকে। ফাঁকায় বল পেয়ে ডানপায়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জাপাতা। গোল শোধে মরিয়া জুভেন্টাস প্রথমার্ধে জাল খুঁজে পায়নি।
দ্বিতীয়ার্থের ৫৫ মিনিটে দিবালার শট বক্সের ভেতরে থাকা ডি রুনের বাহুতে আঘাত করে। রেফারির চোখে তা ধরে পড়ে। পেনাল্টি দেন স্বাগতিকদের। ডানপায়ের শটে রোনালদো সিরিআ লিগের ১৭তম গোলের স্বাদ নেন। গোল হজম করলেও আতালানতা দ্বিতীয় গোল পেয়ে যায় সহজেই।
৮০ মিনিটে লুইস মুরেল ডানপাশ থেকে ক্রস করেন রুসলান মালিনোভিসকে। আনমার্ক থাকা ইউক্রেনের এ ফরোয়ার্ড সহজেই গোল করে দলকে আবার এগিয়ে নেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কর্নার পায় জুভেন্টাস। ডি বক্সের ভেতরে রক্ষণের খেলোয়াড়রা বল ক্লিয়ার করেছিলেন ঠিকঠাক ভাবেই। কিন্তু হিগুয়েনের ক্রস আঘাত করে মুরেলের বাহুতে। তাতে আরেকটি পেনাল্টি পেয়ে যায় জুভেন্টাস। এবারও হতাশ করেননি রোনালদো। লিগের ১৮তম গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান। ৩২ ম্যাচে এটি জুভেন্টাসের চতুর্থ ড্র। ২৪ জয় নিয়ে তাদের পয়েন্ট ৭৬। অন্যদিকে আতালানতার সমান ম্যাচে এটি সপ্তম ড্র। ৬৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিন নম্বরে।