ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ক্লাস থ্রি’র ছাত্রী ১০ বছরের জুয়াইরিয়া এঁকেছেন জলরঙ চিত্র ‘রক্তের দাগ শুকায় নায়’।
আর্ট ওয়ার্কের আকার: ৩০ ইঞ্চি বাই ২২ ইঞ্চি। চিত্রকর্মটি জলরঙ দিয়ে করা হয়েছে। জুয়াইরিয়া বিনতে সাইফুদ্দীন (মানাহীল) ঢাকার অ্যাকাডেমিয়া স্কুল লালমাটিয়া ক্যাম্পাসের ছাত্রী।