ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরা ও স্বাক্ষর করা একটি জ্যাকেট এক লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে এটি বিক্রি হয়েছে।
যুক্তরাজ্যে ইউক্রেনীয় দূতাবাস টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে, ‘আজ সারা বিশ্ব একটি সাধারণ ফ্লিস জ্যাকেট পরা এক ব্যক্তির দিকে তাকিয়ে আছে। এখন প্রেসিডেন্ট জেলেনস্কির স্বাক্ষর করা সেই আইকনিক জ্যাকেটটি আপনাদের সামনে হাজির করা হলো।’
দূতাবাস জানিয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনীয়দের বীরত্বের গল্প বলা ; একইসঙ্গে এই সাহসিকতাকে সমর্থন করার জন্য তহবিল সংগ্রহ করা।
‘সাহসী ইউক্রেন’ নামের এই তহবিল সংগ্রহ আয়োজনে ইউক্রেনীয় ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একটি খেলনা এবং প্রয়াত ফটোগ্রাফার ম্যাক্স লেভিনের ছবি দান করেছেন। এছাড়া জেলেনস্কির জ্যাকেটটিও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। লন্ডনে ইউক্রেনীয় দূতাবাস টেট মডার্ন আর্ট গ্যালারিতে এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত হয়েছিল। এই আয়োজন থেকে ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে।