রাশিয়ার এক আইনপ্রণেতা দাবি করেছেন পোল্যান্ডে আত্মগোপন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমির জেলেনস্কি। তার দাবি, প্রাণ বাঁচাতে পোল্যান্ডে চলে গেছেন জেলেনস্কি।
শুক্রবার (৪ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিক রাশিয়ার দুমা স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিনকে উদ্ধৃত করে একথা জানিয়েছে।
চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশ ছাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তবে ওইসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় এই নেতা বারবার দাবি করেছেন তিনি কিয়েভে আছেন।
ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। দুই পক্ষের লড়াইয়ে বেসামরিক মানুষসহ কয়েক শ লোক নিহত হয়েছে। এছাড়া উদ্বাস্তু হয়ে ১০ লাখের বেশি মানুষ পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।