জেল থেকে এক কয়েদি পালিয়েছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। পরিবারের সঙ্গে দেখা শেষে আবার আত্মসমপর্ণও করেছেন।
সম্প্রতি ভারতের তামিলনাডুর থিরুভানাথপুরামের পুজাজাপ্পুরা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে।
কারাগারে ফিরে আসা ওই ব্যক্তির নাম জহির হুসাইন। হত্যা মামলায় দোষী সাব্যস্ত জহির ২০১৭ সাল থেকে পুজাপ্পুরা কারাগারে রয়েছেন।
অন্যান্য দিনের মতো গত ৭ সেপ্টেম্বর জহিরকে তার সেল থেকে বের করা হয়। এরমধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। বিষয়টি জানার পর কারাকর্তৃপক্ষ অভিযানে নামে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও জহিরের কোনো খোঁজ পায়নি পুলিশ। শনিবার আদালতে এসে আত্মসমর্পণ করেন তিনি।
শনিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জহির বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের দেখেননি। তাদের দেখতেই তিনি কারাগার থেকে পালিয়েছিলেন।