বিশ্বকাপের জার্সি নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কম সমালোচনা হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী হোম ও অ্যাওয়ে জার্সির ডিজাইন করার পরই সমালোচনায় পড়ে বিসিবি। যদিও পরে পরিবর্তন আনা হয়। বাংলাদেশের দলের অ্যাওয়ে জার্সি করা হয়েছিল লাল রঙের। আর সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্সের চোখে বাংলাদেশে এই জার্সিটাই এবারের বিশ্বকাপের সবচেয়ে সুন্দর জার্সি।
দুই দলের জার্সির রঙ মিলে গেলে যেকোন এক দলকে ভিন্ন রঙের জার্সি পরে খেলার নির্দেশ দিয়েছিল আইসিসি। যেমন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয়ের জার্সির রঙ সবুজ হওয়ায় সে ম্যাচে অ্যাওয়ে দল হিসেবে হলুদ রঙের জার্সি পরে খেলেছিল প্রোটিয়ারা। তেমন, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে শুধু নীল রঙের পরিবর্তে লাল ও নীলের মিশ্রণে জার্সি পরে খেলেছিল আফগানরা। ভারতও ইংল্যান্ডের বিপক্ষে গেরুয়া রঙের জার্সিতে নেমেছিল।
তবে নিজেদের শেষ ম্যাচের আগে প্রতিটি ম্যাচেই সবুজ জার্সি পরে খেলেছিল সাকিব-মুশফিকরা। পাকিস্তানের জার্সির রঙও সবুজ হওয়ায় অ্যাওয়ে দল হিসেবে, এইদিন প্রথমবারের মতো লাল রঙের জার্সিতে মাঠে নামে বাংলাদেশ। পুরো জার্সিটা লাল রঙের এবং হাতে ও বুকের ওপরে ছিল কিছুটা সবুজ রঙ।
সাবেক অজি ক্রিকেটার, বর্তমানে কোচ ও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় বাংলাদেশের অ্যাওয়ে জার্সির প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের এই লাল জার্সিটাকেই সেরা জার্সি বলে অভিহিত করেন এই অস্ট্রেলিয়ান।