দক্ষিণ আফ্রিকায় একটি গির্জায় হামলায় পাঁচ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী জোহানেসবার্গে গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিরোধেদের জেরে এ হামলা চালানো হয়। খবর বিবিসি।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে গির্জায় হামলার পর ভেতর থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে এবং বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর থেকে গির্জার নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয়। তিনি মারা গিয়েছিলেন ২০১৯৬ সালে। তারপর ২০১৮ সালে এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছিল। এর আগের বছর গির্জার অর্থখাতে দুর্নীতির অভিযোগ করে বলা হয়েছিল, তহবিল থেকে ৬৫ লাখ মার্কিন ডলার উধাও হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় এই গির্জার ৩০ লাখ সদস্য রয়েছে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ভিশ নাইডু জানান, গির্জার ভেতরে অবস্থানকারীদের এক দল হামলাকারী ইঙ্গিত দিয়েছিল যে তারা গির্জার আঙ্গিনা দখল নিতে আসছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে গুলিবিদ্ধ এবং এক জনকে গাড়ির ভেতরে দগ্ধ অবস্থায় পেয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল, ১৬টি শটগান, ১৩টি পিস্তল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।