রোববার (২৩ মে) ৮৮ জনসহ ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৭ দিনে ৫৫৪ জন চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
এদের মধ্যে ৩ নারীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ জন। ১১ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদেরকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিস সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে ৮৮ জন নারী পুরুষ ও শিশু দেশে ফিরেছেন। এরআগে ১৭ মে ১১ জন, ১৮ মে ৭২ জন, ১৯ মে ১৩৩ জন, ২০ মে ১১৮ জন, ২১ মে ৮১ জন, ২২মে ৪৪জন দেশে ফেরেন। এদেরকে জেলার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হয়েছে।