পদ্মা সেতুর উভয় প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বলছে। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর সবগুলো ল্যাম্পপোস্টে একসাথে সফলভাবে আলো প্রজ্বলিত করা হলো। আলোকিত হলো স্বপ্নের পদ্মা সেতু।
মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়ায় ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বলন করা হয়। এতে পুরো পদ্মা সেতু আলো ঝলমলে হয়ে ওঠে।
দিনের শেষে রাতের আঁধার নেমে আসতেই সড়কবাতির ঝলকে আলোকিত হয়ে ওঠে পদ্মা সেতুসহ খরস্রোতা-প্রমত্তা পদ্মা নদীও।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর উভয় প্রান্তে সবগুলো ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে কয়েক দফা পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে আলো প্রজ্বলন করা হয়েছিল।
এ ছাড়া সোমবার (১৩ জুন) বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২০৭টি ল্যাম্পপোস্টে আলো প্রজ্বলন করা হয়েছিল।