ওপার বাংলার দুই বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তারা। কখনো সমকালীন ইস্যু, কখনো ব্যক্তিগত কারণে আলোচনায় উঠে আসেন। বলা যায়, তারা দু’জনেই ঠোঁটকাটা স্বভাবের। নানা সময়ে নানাজনকে আক্রমণ করে মন্তব্য করতেও ছাড় দেন না। এবার শ্রীলেখা মিত্র স্বস্তিকাকে আক্রমণ করে মন্তব্য করলেন।
মূল বিষয় হলো— গত ৮ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকার কলকাতার রেড রোডে পূজা কার্নিভ্যালের আয়োজন করেছিল। সেখানে ১০০টি পূজার ট্যাবলো প্রদর্শিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন মহলের বিশিষ্টজনসহ টলিউডের একঝাঁক তারকা হাজির হয়েছিলেন। অন্যদের মতো অনুষ্ঠানে যোগ দেন স্বস্তিকা মুখার্জিও।
এসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন স্বস্তিকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজ্ঞতার কথা লেখেন তিনি। কলকাতা পুলিশের প্রশংসা করেন। চকোলেট উপহার পাওয়ার কথাও উল্লেখ করেন স্বস্তিকা। আর তাতেই চটেছেন নেটিজেনদের কেউ কেউ। আর সেই তালিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র।
মমতা ব্যানার্জির সঙ্গে তোলা ছবি পোস্ট করে শ্রীলেখা বলেন—‘আমার খামতি দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিলেন খামতিটা কোথায়, আপনাদের মতো হতে পারলাম না এটাইতো? ঝুঁকুন ঝুঁকুন পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।’
শ্রীলেখার মতো আরো অনেকে আক্রমণ করেছেন স্বস্তিকাকে। কার্নিভ্যালে না গিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যেতে পারতেন বলেও উপদেশ দেন বিশ্বনাথ চক্রবর্তী নামে এক নেটিজেন। এ মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘আমি মানুষের পাশে যেভাবে থাকার ঠিকই থাকি। সবটা তো আর এফবি পোস্ট হয় না, তাই জানতেও পারেন না। আর জানানোর প্রয়োজনও বোধ করি না।’
কেন এই অনুষ্ঠানে গিয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করে স্বস্তিকা লিখেন, ‘এত বড় একটা উদযাপন, যেখানে হাজার হাজার মানুষ গিয়েছিলেন, আর সেখানে আমার যাওয়াটা ভুল এটা মানতে পারলাম না। আমাদের রাজ্যের অসংখ্য মানুষ সেখানে ঠাকুর দেখতে গিয়েছিলেন; আমিও একই কারণে গিয়েছিলাম। সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকানোর দরকার নেই।’