হোসনে আরা জেমী/টরন্টো
দূর প্রবাসে গড়ে উঠলো শহীদমিনার। পেছনের কত কথা আজ মনেও পরছে না। সারা পৃথিবীর যখন অসুখ ঠিক তখনি কানাডার টরেন্টোর বাংলা এলাকার প্রান কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রানের ভাষায় শহীদদের সম্মান জানানোর জন্য শহীদ মিনার।
২০১৪ সালে থেকেই এর কাজ চলছিলো টরণ্টোতে। চলার পথ খুব একটা সহজ ছিলোনা তাই গঠিত হলো শহীদ মিনারের নির্মাণকারী সংগঠন OTIMLDM Inc.। একটি সংগঠন তৈরীর মাধ্যমে যে স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়ে আজ শেষের পথে। আজ এটি সবার এবং এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য ছিলো বহুদিনের অপূর্ণ স্বপ্ন, টরোন্টোর শহীদ মিনার নির্মাণ।
আজকের এই সাফল্যে টরন্টোয় শহিদ মিনার স্থাপনার জন্য নিরন্তর কাজ করে যাওয়া সংগঠন Organisation Of Toronto International Mother Language Day Monument Inc. এর কমিটিকে অভিনন্দন জানাই। সেই সাথে আলবিয়ন বিল্ডারসকেও অভিনন্দন ও কৃতজ্ঞতা কাজটি নিজ তত্বাবধানে সম্পন্ন করার জন্য। কৃতজ্ঞতা জানাই কমিটির সঙ্গে যুক্ত বা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে।
অভিবাদন ও অভিনন্দন জানাই সমগ্র টরন্টোবাসীকে। এই সাফল্য সমগ্র টরন্টোবাসীর। একটি সংগঠন তৈরীর মাধ্যমে যে স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়ে আজ তা শেষের পথে।
এই দীর্ঘ্য পথ যাত্রায় অংশগ্রহণ করেছে টরন্টোর সকল সাধারণ জনসাধারণ। আমার গর্ব হচ্ছে আমিও এর অংশ। অনেক চড়াই -উৎরাই-ঝড়-ঝঞ্ঝা পার করে আমরা আশা করছি এবছর ২০২১ এর ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে পারবো।