রেজাউল ইসলাম:–সাম্প্রতি টরন্টো পিয়ারর্সন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুইজন যাত্রীকে জাল প্রি-ডিপার্চার কোভিড-১৯ টেস্ট রেজাল্ট উপস্থাপনের অভিযোগে হাজার ডলার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ টেস্টকে পরিবর্তন করে এবং জেনেশুনে ফেব্রুয়ারীর ৮ তারিখে ডোমিনিকান রিপাব্লিক থেকে টরন্টোতে একটি ফ্লাইটে বোর্ডিং করায় প্রথম যাত্রীকে ২৫০০ ডলার জরিমানা করা হয়েছে।
গত এপ্রিল ৩ তারিখে ইউনাইটেড স্টেট থেকে টরন্টোতে আসা দ্বিতীয় যাত্রীকে একই কারনে ৬৫০০ ডলার জরিমানা করা হয়েছে। ফেডারেল এজেন্সি আরো অভিযোগ করেছেন যে, যাত্রীদ্বয় তাদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে এয়ারলাইনসের কাছে মিথ্যা ডিক্লেয়ারেশনও দিয়েছেন। কোভিড-১৯-র কারনে অর্ন্তবর্তি আদেশের আওতায় সিভিল এভিয়েশন যাত্রীদেরকে কানাডায় আসার ক্ষেত্রে ফ্লাইট বোডিংয়ের ৭২ ঘন্টার মধ্যে নেগেটিভ টেস্ট রেজাল্ট উপস্থাপন করতে বলেছে। এজেন্সি বলেছে, কানাডা সরকার যাত্রীদেরকে এই সময় ভ্রমন না করার জন্য জোরালোভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে।
ডিপার্টমেন্টের কাছে কোন অভিযোগ আসলে ট্রান্সপোর্ট কানাডা তার তদন্ত অব্যাহত রাখবে এবং প্রয়োজন হলে তারা ব্যবস্থা নিতেও দ্বিধা করবে না। এর আগেও ট্রান্সপোর্ট কানাডা আইন অমান্য করার অভিযোগে যাত্রীদেরকে জরিমানা করেছিল। এই বছরের শুরু দিকে মাক্সিকো থেকে কানাডায় আসা দুই যাত্রী জাল টেস্ট রেজাল্ট এবং স্বাস্থ্যগত অবস্থার মিথ্যা ঘোষণা দেওয়ায় ট্রান্সপোর্ট কানাডা যথাক্রমে $১০০০০ এবং $৭০০০ ডলার জরিমানা করেছিল।
CTV News থেকে অনুবাদকৃত।