বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা।
২০১০ সাল থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
কানাডায় প্রতি বছর প্রচণ্ড শীত সত্ত্বেও একুশের প্রথম প্রহরে বিপুলসংখ্যক প্রবাসীরা বিভিন্ন স্থানে ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
এই বছর টরন্টো সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায়,টরেন্টোর বাঙালী এলাকার প্রান কেন্দ্রে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত স্থায়ী শহিদ মিনার স্থাপন করা হয়। এটাই টরেন্টোতে স্থায়ীভাবে নির্মিত প্রথম শহীদ মিনার। কিন্তু এ বছর কভিড-১৯ এ লকডাউন থাকার কারনে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছেননা টরেন্টোর প্রবাসী বাঙালীরা।
তবে টরেন্টোর সময় রাত ১১.৪৫ মিনিটে সিটি কাউন্সলির ব্রাড ব্রাডফোর্ড এর কার্যালয়ে এক ভার্চূয়াল অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে যেখানে টরন্টো সিটি মেয়র জন টরিসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা ভাষা শহীদদের প্রতি ভার্চূয়ালি শ্রদ্ধা জানাবেন।এই অনুষ্ঠানটি সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ডের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
ছবিঃ হোসনে আরা জেমী