গত এক বছর ধরে ক্রমাগত পেছাতে থাকা স্থানীয় পরিষদের যে নির্বাচনের দিন আগামী ৯ মার্চ স্থির হয়েছিলো, শুক্রবার তা বাতিল করার কথা সরকারিভাবে ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। ৩ মার্চ ভোটের নতুন দিন ঘোষণা করা হবে।
২০১৮ সালের ভোটে ৩৪০টি স্থানীয় পরিষদের অধিকাংশে জয়ী হয়েছিল শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দল পোদুজানা পেরামুনা। চার বছরের মেয়াদ ফুরনোর আগেই প্রবল অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আমূল বদলে গেছে রাজনীতির গতিপ্রকৃতি। সরকার পক্ষের বক্তব্য, প্রায় হাজার কোটি টাকা খরচ করে এখন ভোট করলে চাপ আরও বাড়াবে।
যদিও বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রীরও দায়িত্বে থাকা রনিল বিক্রমসিঙ্ঘে অন্তর্ঘাত করে ভোট পিছাচ্ছেন। মে পর্যন্ত নির্বাচন মুলতুবি রাখার জন্য দাখিল হওয়া পিটিশনের শুনানি গত বৃহস্পতিবারই স্থগিত করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
সূত্র: আনন্দবাজার