উত্তর গাজা উপত্যকার জাবালিয়া অঞ্চলে সারারাত বোমাবর্ষণ করেছে ইসরায়েল। রোববার সকালেও টানা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গত ২৪ ঘণ্টায় গাজায় ১৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা উত্তর গাজার উপর প্রায় সম্পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং হামাসের বিরুদ্ধে অন্য এলাকায় স্থল অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।
জাবালিয়ার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ক্রমাগত গোলাবর্ষণ এবং বিমান থেকে বোমাবর্ষণ করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, এতে নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা ২০ হাজার ৪২৪-এ পৌঁছেছে। অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। গাজার ২৩ লাখ মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে।