বুস্টার হিসেবে মহামারি করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি মানুষদের এই টিকা দেওয়া হবে।
মঙ্গলবার রাতে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘বিশ্বে ইসরায়েলের নাগরিকরাই প্রথম কোভিড-১৯-এর তৃতীয় ডোজ টিকা পেয়েছেন এবং আমরা চতুর্থ ডোজ দিয়ে পথিকৃত হতে যাচ্ছি।’
সম্প্রতি সারাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতেই চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যাদের দেহে স্বাভাবিক মাত্রার অ্যান্টিবডি তৈরি হয় না তাদেরকেও চতুর্থ ডোজ দেওয়া হবে। এছাড়া টিকার তৃতীয় ডোজ নেওয়ার অন্তত চার মাস পর দেওয়া হবে চতুর্থ ডোজ।