অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকা নিয়ে এবার আসলো নতুন অভিযোগ। অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উন্নয়ন করা করোনার টিকার কার্যকারিতা নিয়ে মেয়াদ উত্তীর্ণ তথ্য প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের একটি স্বাস্থ্য সংস্থা এ দাবি করেছে।
সময় মতো টিকা সরবরাহ নিয়ে একদিকে আস্ট্রাজেনেকার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিবাদ চলছে। অন্যদিকে এই টিকা ব্যবহারের পর বেশ কয়েকটি দেশে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।
সোমবার আস্ট্রাজেনেকা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের টিকার ট্রায়ালে ৭৯ শতাংশ কার্যকারিতা প্রমাণ হয়েছে। তবে ওই দিন রাতেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এ টিকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।
সংস্থাটি একটি পর্যবেক্ষক বোর্ডে জানিয়েছে, তারা উদ্বিগ্ন যে, আস্ট্রাজেনেকা হয়তো তাদের ট্রায়ালের মেয়াদ উত্তীর্ণ তথ্য যুক্ত করেছে, যা কার্যকর তথ্য সম্পর্কে অসম্পূর্ণ চিত্র প্রদান করে। আমরা কার্যকর ও একেবারে নির্ভুল তথ্য নিশ্চিতে কোম্পানিটিকে ডিএসএমবির (ডাটা অ্যান্ড সেফটি মনিটরিং বোর্ড) সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’