উপযুক্ত কোনো কারণ ছাড়া কেউ করোনার টিকা না নিলে তার জীবন যন্ত্রণাময় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে স্ট্রেট টাইমস।
তিনি বলেছেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নিজের পছন্দ অনুযায়ী যদি টিকা না নেন তাহলে আমরা আপনার জীবন অত্যন্ত কঠিন করে ফেলব।’
টিকা না নিলে যেসব জটিলতা সৃষ্টি করা হবে তার মধ্যে রয়েছে, রেস্তোরাঁ কিংবা শপিং মলে প্রবেশ করতে না দেওয়া। এছাড়া তাদেরকে নিয়মিত কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা করানো হতে পারে। টিকা না নিলে কী ধরনের সমস্যা সৃষ্টি করা হবে তার বিস্তারিত তালিকা আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।
খাইরি জামালুদ্দিন বলেন, ‘আপনি যদি টিকা না নেন, তাহলে আমরা আপনাকে নিয়মিত পরীক্ষা করাতে বলবো, যার জন্য আপনাকে অর্থ গুনতে হবে।’