ইন্দোনেশিয়ার জাকার্তায় করোনা টিকাপ্রাপ্তদের তুলনায় যারা টিকা নেননি তাদের মৃত্যুর হার তিন গুন বেশি। বুধবার (৪ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
গত মে ও জুলাই মাসে সরকারি হাসপাতাল ও ৬৮ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা টিকা নেয়নি তাদের মৃত্যুর হার ১৫ দশমিক ৫ শতাংশ। আর যারা সিনোভ্যাক কিংবা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা গ্রহণ করেছিলেন তাদের মৃত্যুর হার ৪ দশমিক ১ শতাংশ।
সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়েছে। বুধবার দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এশিয়ায় ভারতের পর ইন্দোনেশিয়াতেই মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে।
আণবিক জীববিজ্ঞানী ড. আইনস অ্যাটমোসুকার্তো জানিয়েছেন, টিকা পেয়েছেন ও পাননি এমন ব্যক্তিদের মৃত্যুর তুলনামুলক বৈশ্বিক চিত্র এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ার এই চিত্র টিকা নেওয়ার পক্ষেই প্রমাণ হাজির করছে।
তিনি বলেছেন, ‘দুই ডোজ টিকা সংক্রমিত এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন এমন রোগীদের মৃত্যুর সম্ভাবনা যে হ্রাস করে এই তথ্য সেই বিষয়টিকে সমর্থন করছে।’