রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দার জৈন বলেছেন মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ৫২ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। রোববার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সব তথ্য জানিয়েছেন।
শনিবার থেকে ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা এবং সেরাম ইনিস্টিটিউট উৎপাদিত করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই দিল্লির ৪ হাজার স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দার জানান, ৫১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হালকা মাত্রার। তবে এর বাইরে এক জনের অবস্থা গুরুতর। তাকে অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘দিল্লির কেবল একটি ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে। বাকী ৫১ জনকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। তাদের কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ২২ বছরের ওই ব্যক্তি নিরাপত্তা প্রহরী হিসেবে ওই হাসপাতালে কর্মরত ছিল। শনিবার রাতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল।