করোনাভাইরাসের টিকা গ্রহণ করার ৩৪ দিন যাওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
সোমবার (১৫ মার্চ) রাতে তিনি নিজেই এ সব তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। তবে শরীরের তাপমাত্রা ঠিক আছে। কোনো ধরনের দুর্বলতা নেই। সবার কাছে দোয়া চাই।
গত ৯ ফেব্রুয়ারি করোনা টিকা নিয়েছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এ উপাচার্য। টিকা নেওয়ার ৩৪ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।