ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কিয়েরন পোলার্ড প্রথম ক্রিকেটার হিসেবে সোমবার ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। লর্ডসে চলমান দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক ছোঁন তিনি।
উপলক্ষটি স্মরণীয় করেছেন পোলার্ড। এক চার ও চারটি বড় ছয়ে ১১ বলে অপরাজিত থাকেন ৩৪ রান করে। তার দলও জিতেছে ৫২ রানে।
টি-টোয়েন্টিতে পোলার্ড ৬০০ ম্যাচ খেলে ৩১.৩৪ গড়ে করেছেন ১১৭২৩ রান। তার সেরা স্কোর ১০৪। ওই একটিই সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ৫৬টি। এছাড়া বল হাতে ৩০৯ উইকেট নেন পোলার্ড, সেরা বোলিং ফিগার ৪/১৫।
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া দল ত্রিনিদাদ অ্যান্ট টোবাগো, আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স, বিগ ব্যাশ লিগের অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটস, পাকিস্তান সুপার লিগের করাচি কিংস, মুলতান সুলতান্স ও পেশাওয়ার জালমি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন পোলার্ড।
সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় তার ধারেকাছে কেউ নেই। পোলার্ডের পরে আছেন ডোয়াইন ব্রাভো (৫৪৩), শোয়েব মালিক (৪৭২), ক্রিস গেইল (৪৬৩) ও রবি বোপারা (৪২৬)।