স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের তথ্য না দিলে টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছেন ইলন মাস্ক।
সোমবার (৬ জুন) টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ হুমকি দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
চিঠিতে বলা হয়, টুইটার কর্তৃপক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতি (তথ্য সরবরাহের) রাখেনি, যা নিয়মভঙ্গের শামিল। তাই যেকোনো মুহূর্তে এ চুক্তি থেকে সরে আসার অধিকার রাখেন ইলন মাস্ক।
প্রয়োজনীয় তথ্য না পেলে চুক্তি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও টুইটারকে আরো কিছুদিন সময় দিতে চান ইলন মাস্ক। তাই আপাতত এ চুক্তি স্থগিত রেখেছেন তিনি।