সম্পর্ক ডেস্ক:- করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ। এর মধ্যে ৪ লাখ ৩২ হাজার আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৪ হাজার ৬০০ মানুষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ সমালোচনার লক্ষ্যবস্তুতে আছেন ডব্লিউওইচও প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুস। তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প তাঁর টুইটারে ডব্লিউএইচওকে অর্থ দেওয়া বন্ধ করে দেবার হুমকি দেন।
ট্রাম্পের অভিযোগ,ডব্লিউএইচও সংস্থাটি এখনো খুব চীনকেন্দ্রিক।উল্লেখ্য,
ডব্লিউএইচওকে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।