ডলারের বাজার অস্থিতিশীল করার পেছনে কোনো ব্যাংক ও ব্যবসায়ী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারে সঙ্গে সাক্ষাৎকালে এমন অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎ শেষে এফবিসিসিআইর সভাপতি সভাপতি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘কারা এলসি খুলে আবার অন্যত্র সরিয়ে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি করছে, তা বাংলাদেশ ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো জানে। এর সঙ্গে জড়িত ব্যাংক ও ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান দেশের চেয়ে বড় না। যারাই অর্থনৈতিক খাতে বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে রিশিডিউলিংয়ের সার্কুলার ইস্যু করেছে। আমরা ওই সার্কুলারের বিষয়ে আলাপ করেছি। আমরা বলেছি, বড় প্রতিষ্ঠানের মতো ছোটরাও যেন রিশিডিউলিংয়ের সুযোগ-সুবিধা সমানভাবে পায়।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘পত্র-পত্রিকা দেখে আমার মনে হয়েছে, ডলারের বাজারে শৃঙ্খলা নেই। গভর্নরকে এ জায়গায় শৃঙ্খলা আনতে জোর দিতে অনুরোধ জানিয়েছি। ব্যাংকগুলো ব্যবসার জন্য লাইসেন্স নিয়েছে। কিন্তু, তারা ৯৩ টাকায় ডলার কিনে ১০৫-১১০ টাকায় বিক্রি করবে, এটা আমরা চাই না। এখন শেয়ারবাজারের মানুষরাও ডলার বিক্রি করছে। এগুলো শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমরা গভর্নরকে জানিয়েছি।’
গভর্নরের সঙ্গে সাক্ষাৎকালে এফবিসিসিআইর সভাপতির সঙ্গে ব্যবসায়ী নেতারা ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।