সাথী দাশ, ঢাকা
সব কিছুতেই দ্বন্দ্ব, ধর্মে-বর্ণে-গোত্রে বিভিন্ন গোষ্ঠীতে আচারে বিচারে,
অথচ দেখো-দেখিল পরিচয় সেই মানুষই-ই তো। মানুষেরা জানে,
রক্তপাতে বৈরিতায় সহিষ্ণুতার বোধ মোমের মতো গলছে দ্রুত।
দুর্দমনীয় লোভ মানুষের কাছে মানুষকে করে ভোগের সামগ্রী।
কখনো কখনো দেখি মানুষের মজ্জাগত ধর্মীয় বিশ্বাসকে কৌশলে
ক্ষমতায় যেতে নব্য কায়দায় ফাইওভার তৈরির নক্সা হয়।
উত্তরবঙ্গের ডাঙ্গি জমিতে ফসলের কচিপাতা হাসাহাসি করে
মানুষের মধ্যে বেড়ে ওঠা মানুষেরা মানুষ হয় না। মানুষকে জানে না;
বোমা আর গুলি যেমন শত্রু-মিত্র চেনে না। ভীতিপ্রদ মানুষ,
মানুষের ভয়ে এখন মানুষেরা নিজেকে নতজানু ভাবে; কেউ কেউ
ঘরমুখি-স্বার্থমুখি হতে হতে নিজেদের স্থূল করে তোলে।
প্রতীপ-বিপ্রতীপ পুনরাবৃত্তি আর অনভিপ্রেত বৈপরীত্যে
চলৎ জীবন কোথাও থামেনি, স্তব্ধও হয়নিÑ এটাই বিস্ময়!