সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় সিনেটে অভিশংসন শুরু হবে।
আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতা থেকে বিদায়ের পর কোনো প্রেসিডেন্টের অভিশংসন শুনানি হতে যাচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অভিশংসন শুনানির আগে ট্রাম্পের আইনজীবীদের আনা একটি প্রস্তাবের ওপর ভোট হবে সিনেটে। ওই প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু ট্রাম্প এখন আর ক্ষমতায় নেই, তাই তার অভিশংসন এখন অসাংবিধানিক। ডেমোক্রেট শিবির অবশ্য আগেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
মঙ্গলবার অভিশংসন শুনানি শুরু হলেও বুধবারের আগে মূল কার্যক্রম শুরু হচ্ছে না। ট্রাম্পের অভিশংসন এখন অসাংবিধানিক সেই ইস্যুতেই মঙ্গলবার বিতর্ক হবে। ডেমোক্রেট প্যাট্রিক লিহের সিনেটে অনুষ্ঠিতব্য বিতর্কের সভাপতিত্ব করবেন। চার ঘণ্টার এই বিতর্ক পর্বে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবির সমান সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, এই বিতর্ক পর্বে ডেমোক্রেট শিবির জিতে যাবে, অর্থাৎ বুধবার থেকে শুরু হবে ট্রাম্পের অভিশংসন।
৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ডেমোক্রেটদের অভিযোগ, এর কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের বাইরে দেওয়া ভাষণের মাধ্যমে ক্যাপিটলে হামলার উস্কানি দিয়েছেন ট্রাম্প। এ ঘটনার এক সপ্তাহ পর কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে দু’বার অভিশংসিত হয়েছেন।