সম্পর্ক ডেস্ক:”বাচনিক” একটি নাম, একটি সংগঠন। সফলভাবে অনুষ্ঠান শেষ করলো ৩১ শে মে, ২০২০ রবীন্দ্র ও নজরুল জয়ন্তী।
বাচনিকের সকল বন্ধুদের শত ব্যস্ততা সেইসাথে গোটা বিশ্ব যখন একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তার মাঝে এক আংগিনায় দুই কবিকে নিয়ে কবিতায় অনলাইন মাতালো বাচনিক বন্ধুরা। আর মধ্যমনি হয়ে কথা মালায় ভরিয়ে দিলেন আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী।
মেরী রাশেদীনের অনবদ্য উপস্থাপনা। একদিন মনের গহীনে স্বপ্ন দেখেছিলো মেরী রাশেদীন কবিতায় শ্বাস নেওয়া মানুষগুলোকে এক করে তার স্বপ্ন বুনে দিয়েছিল। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে ‘বাচনিক’।
জামিল বিন খলিল তথ্য প্রযুক্তিতে যে যাদুর খেলা অন্ত্রজালে সেই খেলাটা খেলেছেন নিপুন হাতে।
নতুন প্রজন্মের পদচারণ ছিল বাচনিকে অনবদ্য। একদিন আমরা থাকবো এই নতুনের হাতেই তুলে দিতে হবে নতুন পৃথিবী।
দুই পর্বের অনুষ্ঠানটির মাঝে ছিলো রবীন্দ্র ও নজরুলের অসাধারণ সব গান। সেইসাথ শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী’র তথ্য সম্বলিত কথামালা অনুষ্ঠানটিকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়।
বাচনিকের সদস্যরা প্রত্যকে তাদের নিজ নিজ পরিবেশনা দিয়ে মুগ্ধ করে রেখেছে শ্রোতাদের। যা আমরা মন্ত্যব্যের মাধ্যমে দেখতে পাই। সবদিক থেকে অনুষ্ঠানটি ছিল চমৎকার।আংশগ্রহনে রাশিদা মুনীর, সুমী রহমান, কাজী হেলাল, ম্যাক আজাদ , জাহানারা বুলা, কন্যানীয়া পুরবী, ফ্লোরা নাসরিন ইভা, ফারহানা আহমদ, কাজী বাসিত, ইরা নাসরিন, এলিনা মিতা, আশারাফুন নাহার জলি ও হোসনে আরা জেমী। গান পরিবেশনা করেছেন ফারহানা শান্তা,মনিকা মুনা ও মমতাজ মমতা।