তাইওয়ানের এক্সপ্রেস ট্রেন ৫০০ যাত্রী নিয়ে সুড়ঙ্গ পথে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। আহত হয়েছে ১৪৬ জন। খবর রয়টার্সের।
এই দুর্ঘটনাকে তাইওয়ানের ৭ দশকের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বলে বিবেচনা করা হচ্ছে। নিহতের সংখ্যা সময়ের সঙ্গে আরো বাড়তে পারে।
ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলের শহর তাইটুংয়ে যাচ্ছিলো। তাইওয়ানের সরকার জানিয়েছে ট্রেনটিতে ৪৯৬ জন যাত্রী ছিল। এর সঙ্গে ১২০ যাত্রী ছিল যারা আসন পাননি। তাদের মধ্যে কিছু পর্যটকও ছিল। এই দুর্ঘটনায় ট্রেনের চালকও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফ্রান্সের নাগরিকও রয়েছেন।
বিকেলের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ আর ট্রেনটিতে আটকে পড়ে নেই।
মূলত সপ্তাহিক ছুটিতে অনেকে বাড়ি ফিরছিলেন এই ট্রেনে করে। হুয়ালিয়েনের উত্তর দিকে একটি সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।