তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে বুধবার চক্কর দিয়েছে চীনের ২৭টি যুদ্ধবিমান। বুধবার তাইওয়ান এমন তথ্য জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি টুইট বার্তায় বলেছে, ‘পিএলএর (চীন প্রজাতন্ত্রের) ২৭টি যুদ্ধবিমান ৩ আগস্ট, ২০২২ আশেপাশের এলাকায় প্রবেশ করেছিল।’
চীনের প্রতিবাদ সত্ত্বেও মঙ্গলবার তাইওয়ান যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনায় বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র নয়, বরং নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে দাবি করে আসছে চীন। তাই পেলোসির তাইওয়ান সফরকে যুদ্ধের প্ররোচনা বলে অভিযোগ করছে বেইজিং।
বুধবার তাইওয়ানের জলসীমার কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং। তাইওয়ান এর সমালোচনা করলেও চীন দাবি করেছে, এই মহড়া তাদের প্রয়োজন ছিল।