তাইওয়ান উপকূলের দিকে রওনা হয়েছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। রোববার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান সফর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পরপর তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া শুরু করে চীন। ওই মহড়ার পর এই প্রথম তাইওয়ান উপকূলের দিকে যাত্রা করেছে মার্কিন রণতরী।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে মনে করে চীন। বেইজিংয়ের দাবি, একসময় মূলভূখন্ডে যুক্ত হবে তাইওয়ান। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে।
মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, দুটি টিকন্ডেরোগা-শ্রেণির গাইডেড-মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রোববার রুটিন ট্রানজিটে যাত্রা করেছে। ওই অঞ্চল দিয়ে নৌ চলাচল এবং আকাশসীমার স্বাধীনতা আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রযোজ্য।
এক বিবৃতিতে নৌবহরটির পক্ষে বলা হয়েছে, ‘যেখানে আন্তর্জাতিক নিয়ম প্রযোজ্য সেখানে মার্কিন সামরিক বাহিনীর বিমান, নৌ ও স্থল বাহিনী যাতায়াত করবে।’