বাংলাদেশের পোশাকখাতের খুবই ভয়ংকর স্মৃতির নাম তাজরীনের অগ্নিকাণ্ড। সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮ বছর পূর্তি আজ।
২০১২ সালের এইদিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন অন্তত ১১৩ জন শ্রমিক। সেদিনের আগুনের লেলিহান শিখা আজও ভয়াবহ হয়ে চোখে ফেরে ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের কাছে।
প্রিয়জন হারানোর বেদনা ভোগ করছে নিহতদের পরিবার। আর আহতরা বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। নিদারুণ কষ্টে আছে ভুক্তভোগীদের পরিবার।
তাজরীন অগ্নিকাণ্ডের ৮ বছর পূর্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নিহতদের পরিবার আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টসের ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
প্রতিবারের ন্যায় এবারও ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসন ও অবিলম্বে হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তির দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল বের করবে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন গার্মেন্টস ও এর আশেপাশের এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
২০১২ সালের এইদিনে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এসময় আহত হয় আরো অনেকে।