তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) তাজিক জরুরি পরিস্থিতিবিষয়ক কমিটি বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান-মেডিটোরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র চিল রাজধানী দুশানব থেকে ১৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার।
তাজিক জরুরি পরিস্থিতিবিষয়ক কমিটি বলেছে, ‘প্রায় অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাজিকাবাদ জেলার তিনটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’