রেজাউল ইসলাম: ২০২১ সালের সাহিত্যে নোবেল প্রাইজ ঘোষণায় জয়ী হয়েছেন আব্দুলরাজাক গুরনাহ। ১০ মিলিয়ন সুইডিস ক্রোনার( $১.৫ মিলিয়ন কানাডিয়ান ডলার) লেখককে সাহিত্যে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
গুরনাহ মধ্যপ্রাচ্যে সংস্কৃতি এবং মহাদেশের মধ্যে উপনিবেশবাদ এবং রিফিউজিদের প্রভাব সংক্রান্ত আপোষহীন/সংবেদনশীল লেখার কারণে পরিচিতি লাভ করেন। সুইডিস একাডেমির স্থায়ী সেক্রেটারি ম্যাটস মালাম স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করেন। এসোসিয়েট প্রেসকে মালাম বলেন, “আমি এই মাত্র খবরটি শুনলাম,আমি সত্যিই অভিভূত।” উপন্যাসিক অভিবাসী,উপনিবেশবাদ অন্বেষনের জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।
গুরনাহ ১৯৪৮ সালে ইংল্যান্ডের জাজিবারে জন্মগ্রহন করেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ১০ টি উপন্যাস রচনা করেন এবং কর্মজীবনের পুরোটা সময় জুড়ে তিনি ছোট গল্প সংগ্রহে ব্রতী ছিলেন। তার প্রথম উপন্যাস Memory of Departure ১৯৮৭ সালে প্রকাশিত হয়। গুরনাহর সব চেয়ে বেশি খ্যাতি পান ১৯৯৪ সালে তার উপন্যাস Paradise প্রকাশিত হবার পর। এই উপন্যাসটি বুকার এবং উইটব্রেড পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার অন্যান্য কর্মের মধ্যে ২০০৫ সালে প্রকাশিত Desertion এবং ২০০১ সালে প্রকাশিত By the Sea উল্লেখযোগ্য । তার সাম্প্রতিক কর্ম ২০২০ সালে প্রকাশিত উপন্যাস After lives।
গুরনাহ সিবিসি রেডিওর Writers & Company নামের এক সো’তে বলেন,তিনি বিশ্বের বিভিন্ন শহরে জেনোফোবিয়া( বিদেশাতংক) এবং বর্ণবাদ নিজের চোখে প্রত্যক্ষ করেছেন যা তার Gravel Heart উপন্যাসে উঠে এসেছে।