ভারতে মহামারি করোনভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তামিলনাড়ুতে ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ মে) থেকে দক্ষিণের এই রাজ্যে লকডাউন শুরু হবে। শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত।
লকডাউনের সময় ব্যবসা, সবজি, মাছ, মাংসের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সব দোকান থাকবে বন্ধ। রেস্তোরাঁগুলো থেকে শুধু খাবার হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন।
লকডাউনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শনিবার এবং রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহে তামিলনাড়ুতে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনই ২০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৬৫ জন। প্রতিদিন ১০০ বেশি লোক মারা যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখের বেশি। এই পরিস্থিতি মোকাবিলা করতেই জারি হল ১৪ দিনের লকডাউন।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। গত ৩ দিন ধরে দেশটিতে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।