সম্পর্ক ডেস্ক: লিবিয়ার তারহুনা অঞ্চলে সন্ধান পাওয়া গণকবর, হাসপাতাল মর্গ ও কূপ থেকে শনিবার পর্যন্ত ১৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল
বৃহস্পতিবার ৮টি ও শুক্রবার ৩টিসহ গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।
বিগত ৫ জুন লিবিয়ার তারহুনার হাসপাতাল মর্গে নারী ও শিশুসহ ১০৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের অধিকাংশের শরীরেই নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছিলো। আর একটি হাসপাতাল থেকে ৩৭ জনের মরহেদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। এ ছাড়া কোয়াসর বিন ঘাশির এলাকায় আরো ১৫টি মরদেহ পাওয়া যায়। সেনাবাহিনীর মতে যাদেরকে যুদ্ধবাজ হাফতার বাহিনী কিডন্যাপ করে এবং পরবর্তীতে হত্যা করে।
৬ জুন দক্ষিণ ত্রিপোলি থেকে আরো ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। ৮-১০ জুনের মধ্যে তারহুনার বিভিন্ন গণকবর ও কূপ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়। ১১ জুন দেশটির সেনাবাহিনী গণকবর থেকে আরো ৩টি মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।