তালেবানদের স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার (২১ আগস্ট) ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ন এ ঘোষণা দিয়েছে।
তিনি জানিয়েছেন, তারা তালেবানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনাতেও বসবেন না।
অবশ্য আফগানিস্তানে মানবিক সাহায্যের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন উরসুলা ভন।
তিনি বলেছেন, চলতি বছর ইইউ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য ছয় কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ রেখেছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটিতে সহায়তার অর্থ আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে।
ইইউ কমিশনের প্রধান জানান, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, সংখ্যালঘুদের প্রতি ভালো আচরণ এবং নারী ও কিশোরীদের অধিকারকে শ্রদ্ধা প্রদর্শনের ওপর ইইউর উন্নয়ন অনুদান নির্ভর করে।
তিনি বলেন, ‘আমরা হয়তো তালেবানের কথা ভালোভাবে শুনতে পারব। তবে আমরা শেষ পর্যন্ত তাদেরকে তাদের কাজের ওপর ভিত্তি করে মূল্যায়ণ করব।’