আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। তাও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে। রোববার (১৫ আগস্ট) সকালে তারা রাজধানী কাবুলের দখল নেয়। তালেবানরা কাবুলে প্রবেশ করতে শুরু করলে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।
রাতে প্রেসিডেন্ট প্যালেস দখলে নেয় তালেবানরা। এর মধ্য দিয়ে ২০ বছর পর আবার ক্ষমতায় আসতে যাচ্ছে তালেবান।
এদিকে রোববার রাতে ব্রিটেন জানিয়েছে তালেবান ক্ষমতায় গেলেও তাদের স্বীকৃতি দিবে না তারা। পাশাপাশি অন্যান্য দেশগুলোকেও তালেবানদের স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে বলেন, ‘আমরা চাই না কোনো দেশ দ্বিপাক্ষিকভাবে তালেবানদের স্বীকৃতি দিক। আমরা চাই এ বিষয়ে সমমনা সবাই ঐক্যবদ্ধ থাকতে।’